ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিলেট থেকে গ্রেফতার রাবি`র মাজহার

রাবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ২৯ মার্চ ২০২১

গত ২৫ মার্চ বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে নেতাদের মাঝে ধস্তাধস্তি ঘটনা ঘটে। এরপর ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করে মামলায় হয়। এই ঘটনায় পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার পর সিলেটের জালালপুর বাজার থেকে দক্ষিণ সুরমা থানার এসআই জালালের নেতৃত্বে মাজহারকে গ্রেফতার করা হয়।

একই দিন মতিঝিলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং প্রেসক্লাবের সামনে ধস্তাধস্তির ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ছাড়া সংগঠনটির শীর্ষ নেতাদেরকে আসামি করা মামলা হয়েছে।

সেদিনই ছাত্র অধিকার পরিষদের অনেক নেতাকর্মীকে আটক করা হলেও রাবি শাখার সাধারণ সম্পাদক মাজহার ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ খান বলেন, শুনেছি গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া চালাবো।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি