সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার
প্রকাশিত : ১৩:১৭, ২৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৩:১৮, ২৫ ডিসেম্বর ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা-ভাঙচুরের ঘটনার গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
নুরদের ওপর হামলার সময় সেখানে অনেককেই মারমুখী অবস্থায় দেখা যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেওয়া এক কথা নয়। মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে গ্রেফতার করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া মারমুখী অবস্থায় দেখা যাওয়া, আর মারামারিতে অংশ নেওয়া দুটো এক বিষয় নয়। ’
বড়দিনের নিরাপত্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও ধরনের নাশকতার সম্ভাবনা নেই।
আরও পড়ুন