ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

সীতাকুণ্ডে গণডাকাতি

চট্টগ্রাম অফিস

প্রকাশিত : ১২:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়দারেগাহাট এলাকার উত্তর ফেদাইনগর গ্রামে একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ একরাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য মোমিন মেম্বার জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের সশস্ত্র দল সাংবাদিক হাসান ফেরদৌসের বাড়িতে প্রবেশ করে। সেখান তাদের বাড়ির কেয়ারটেকার মো: রফিক মিয়াকে মারধর, অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজার তালা ভেঙ্গে আলামারী খুলে তাণ্ডব চালায়। অবশ্য এ সময় বাড়িতে সাংবাদিকের পরিবারের কেউ ছিলেননা। 

পরে ডাকাত দল পার্শ্ববর্তী আমান উল্লাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়িতে লুটপাট করে। সেখানেও তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ  টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি