ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘সীমান্তে বাংলাদেশি হত্যা হলে, ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য কোনো বাংলাদেশি হত্যার শিকার হলে, ভারত থেকে এইদেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

 শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

মেজর জেনারেল সিদ্দিকী বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। অনুপ্রবেশ বা অন্য কোনো কারণে হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনাগুলো শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। শূন্যরেখা ভরতে প্রবেশ ঠেকাতে আমরা চেষ্টা করছি।

এ সময় তিনি সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন। এছাড়া বিজিবি মহাপরিচালক সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং অযথা হত্যাকাণ্ড রোধ করতে উভয় দেশের মধ্যে আরও কার্যকরী সমন্বয়ের আহ্বান জানান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি