সুইডেনে উচ্চ শিক্ষার জন্য আবেদন করুন নিজেই
প্রকাশিত : ১৬:৫৯, ৩০ জানুয়ারি ২০২৩
নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, ডেনমার্ক। স্ক্যান্ডিনেভিয়ান এই পাঁচ দেশেই বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। এরমধ্যে সুইডেনে বৃত্তি নিয়ে আলোচনা করবো আজ।
এক পাশে নরওয়ে আরেক পাশে বাল্টিক সাগর, মাঝে ইউরোপের তৃতীয় সর্ববৃহৎ দেশ সুইডেনের অবস্থান। এক কোটির কম জনসংখ্যার দেশটির আবহাওয়া নাতিশীতোষ্ণ। গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত এই চার ঋতুর দেশটিতে জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর ফেব্রুয়ারিতে তাপমাত্রা যায় মাইনাস ২২ ডিগ্রি পর্যন্ত।
সুইডেনের অনেক বিশ্ববিদ্যলয়ই রয়েছে ওয়ার্ল্ড র্যাং কিং এর ওপরের সারিতে। তাই এই দেশে উচ্চ শিক্ষায় বৃত্তি প্রতিযোগিতামূলক।
তবে সুখবর হল, সুইডেন সরকার বৃত্তির পাশাপাশি সেখানে থাকা-খাওয়া বাবদ ভাতা দেয়।
প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। এই দেশে আবেদন প্রক্রিয়াও অনেকটা সহজ। কারণ সুইডেনে কেবল একটি ওয়েবসাইট দিয়ে সব বিশ্ববদ্যালয়ে আবেদন করা হয়।
নিচের লিংক দুটির যেকোনো একটিতে লগইন করে আপনি আপনার সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর বিশ্ববিদ্যালয় ও আপনার পছন্দের কোর্সটি বাছাই করে আবেদন করতে পারবেন। তবে একই তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না। এতে সবগুলো অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবার সম্ভবনা থাকে।
https://www.universityadmissions.se/intl/start
https://www.universityadmissions.se/intl/search
আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতক শেষ বর্ষে থাকা অবস্থায়ও আবেদন করতে পারবেন, সে ক্ষেত্রে মাস্টার্স শুরুর আগে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে, নইলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে আপলোড অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হয়।
কী কী কাগজপত্র লাগে?
স্নাতক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও সনদ (মাস্টার্স করা থাকলে ট্রান্সক্রিপ্ট ও সনদ)।
সিভি
ইংরেজি দক্ষতার সনদ (IELTS/TOFEL)।
মোটিভেশন লেটার।
রেকমেন্ডেশন লেটার।
অন্যান্য (পাবলিকেশন, চাকরির অভিজ্ঞতা, সহপাঠ্য ক্রমিক কার্যকলাপের সনদ ইত্যাদি)।
পিএইচডি
সুইডেনে পিএইচডিকে চাকরি হিসেবে বিবেচনা করা হয় এবং আপনি পিএইচডি প্রার্থী হলে আপনাকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় বিবেচনা করতে পারে। পিএইচডির ভ্যাকেনসি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া থাকে।
সুযোগ-সুবিধা
সুইডেনে পড়াশোনা শেষ করার পর কমপক্ষে ১ বছর জব সার্চিং ভিসা পাবেন, যা ১ বছর পর আবার নতুন করে করা যাবে।
স্কলারশিপ বা বৃত্তিভেদে বিনা খরচে পড়াশোনা করার সুবিধা।
স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০ ক্রেডিট সম্পন্ন করে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার সুবিধা।
আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার স্বামী-স্ত্রী সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখা করতে পারবে বা চাইলে ফুলটাইম চাকরি করতে পারবেন।
ইন্টার্নশিপ সুবিধা।
শেনজেন ভিসার সুবিধা।
আর্থিক সচ্ছলতা বা ব্যাংক সলভেন্সি
আপনি যদি এক বছরের জন্য পড়তে চান, তাহলে আপনাকে মাসে ৮,১৯০ ক্রোনা করে ১০ মাসের খরচ ব্যাংকে রাখতে হবে। আবার যদি দুই বছরের জন্য যান তাহলে আনুপাতিক হারে এই টাকার অঙ্ক বাড়তে থাকবে। মনে রাখবেন এই অর্থ আপনার নামে ব্যাংকে রাখতে হবে আর ভিসা আবেদনের ৩ মাস আগ থেকে এই টাকা আপনার একাউন্টসে থাকতে হবে।
পরামর্শ: নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রাম বাছাই করা। অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রোগ্রামের সঙ্গে মিল রেখে মোটিভেশন লেটার লেখা। রেকমেন্ডেশন লেটারের জন্য শিক্ষক বা কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আগে থেকেই অবহিত করা। প্রোগ্রামের কো-অর্ডিনেটররা অত্যন্ত সহায়ক হয়ে থাকেন, আবেদনে কোনো বিভ্রান্তি থাকলে সরাসরি ই-মেইলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা।
এসবি/
আরও পড়ুন