ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সুইমিং পুলেই সরাসরি বিয়ের প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ২৫ নভেম্বর ২০১৭

গাব্বায় অ্যাশেজে লড়ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেখানকার গ্যালারিতে সুইমিং পুল নিয়ে চর্চায় সরগরম ছিল ক্রিকেট বিশ্ব।গ্যালারিতে সুইমিংপুল টেস্টের প্রথম দিনেই নজর কেড়েছে সবার। কিন্তু দ্বিতীয় দিনে সেখানেই ঘটে গেলো চমকপ্রদ এক ঘটনা।

সেখানে পরণে সুইমিং কস্টিউম ও গালে জাতীয় পতাকার সবুজ হলুদ রঙ মাখা এক অস্ট্রেলীয় তরুণ তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেন। গাব্বার সুইমিং পুল চর্চা নতুন মাত্রা এনে দিয়েছে শুক্রবারের এই ঘটনা।

টপ অর্ডারে ধস নামায় অধিনায়ক স্টিভ স্মিথ যখন অস্ট্রেলিয়াকে টেনে তোলার জন্য মাঠে লড়াই করছিলেন, তখন সেই বহুচর্চিত সুইমিং পুলে সম্পূর্ণ উল্টো এক ছবি দেখা গেল।

সুইমিংপুলে বসে রোদ পোহাতে পোহাতে খেলা দেখার সময়ই পরিচয় দু’জনের। পুলের রোমান্টিকতায় নিজেকে ধরে রাখতে পারেননি ওই তরুণ। সেখানে দাঁড়িয়েই প্রেমিকাকে প্রেমিকের প্রস্তাব, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ আকস্মিক এই ঘটনায় অভিভূত প্রেমিকাই বা কী করেন, উত্তরে ‘হ্যাঁ’ শব্দটা ভেসে আসতেই করতালি আর চিৎকারের রব উঠল গাব্বার গ্যালারিতে।

আর দুই হৃদয়ের মিলনের মুহূর্তের সাক্ষী হয়ে গেলো গাব্বার গ্যালারি।

 

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি