ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুইস ব্যাংকে যারাই অর্থ রাখুক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৩০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পাচার করে সুইস ব্যাংকে যারাই অর্থ রাখুক না কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। এতে দলীয় কেউ থাকলেও নূন্যতম কোনো ছাড় নেই। বিএনপি কোনো ইস্যু খুঁজে না পেয়ে পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো হাওয়া ভবন খুলে দুর্ণীতি করে না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি