ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

সুগার মিলের জমিতে সাঁওতালরা অবৈধভাবে ছিলঃ এরশাদ

প্রকাশিত : ১৭:০৯, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:০৯, ১৬ নভেম্বর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সুগার মিলের জমিতে সাঁওতালরা অবৈধভাবে ছিল, সরকার যদি জমি নিয়ে থাকে তাহলে অন্যায় কিছু করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপে এমন মন্তব্য করেন তিনি। সাঁওতালদের উচ্ছেদের আগে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা উচিত ছিলো বলেও জানান এরশাদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নিন্দাও জানান তিনি। আর শক্তিশালী প্রার্থী না থাকায় আসন্ন জেলা পরিষদ নির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবেনা বলেও জানান এরশাদ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি