সুজাতপুর কলেজের সভাপতি আক্তার হোসেন
প্রকাশিত : ১৭:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/04-2502071114.jpg)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে আক্তার হোসেনকে মনোনয়ন করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি প্রফেসর ড. এম মেজবাহ উদ্দিন সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন আক্তার হোসেন। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক জেবা ফারহানার স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ আফজাল হোসেন।
এই এডহক কমিটির মেয়াদ ২০২৫ সালের দোসরা মে পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপাচার্য এ মনোনয়ন যেকোনও সময় প্রত্যাহার করতে পারেন।
এর আগে গত বছরের ৩ নভেম্বর এডহক কমিটি ঘোষণা করা হয়েছিল।
এমবি//
আরও পড়ুন