ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৯:১৩, ১৮ মে ২০১৭

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
দুপুরে জাউয়া বাজারে একটি জায়গা দখলকে কেন্দ্র করে কোণাপাড়া গ্রামের মোঃ আব্দুল ওয়াহিদের সাথে পার্শ্ববর্তী হাবিদপুর গ্রামের মোঃ কাহার মিয়ার লোকজনের কথা কাটকাটি হয়। এক পর্যায়ে  উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হাফিজ আবু সাইদ ও সুলতান আলী নামে দুজন নিহত হন এবং উভয়পক্ষের ৪০ জন আহত হয়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদেরকে স্থানীয় ছাতক উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি