সুনামগঞ্জে বন্যা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ [ভিডিও]
প্রকাশিত : ২৩:১৭, ২৯ জুন ২০১৮
সুনামগঞ্জের নদ-নদী ও বিস্তীর্ণ হাওরাঞ্চলে পানি বাড়ছে। বিপদসীমা না ছাড়ালেও বন্যার আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে।
এরইমধ্যে জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ত্রাণসামগ্রী। বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে প্রশাসন।
সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট; জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে সুরমাসহ সুনামগঞ্জের অন্যান্য নদ-নদীতে। কয়েকদিনে হাওরের পানিও বেড়ে ছড়িয়েছে মাঠে-ঘাটে।
পানি বৃদ্ধির মাত্রা পর্যবেক্ষণ করে বড় ধরণের বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তাই ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে এসব এলাকায়। বাড়িঘর-আসবাবপত্র ও গবাদী পশু উঁচু স্থানে সরিয়ে নিতে শুরু করেছে বাসিন্দারা।
হাওর অধ্যুষিত এলাকার বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। এছাড়া, প্রতিটি উপজেলায় আগাম ১০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.ফরিদুল হক জানান, বন্যার সময় মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশনা দেয়া হয়েছে।
ভিডিও:
এসি
আরও পড়ুন