ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪৯, ৪ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে ।

তবে বৈরি আবহাওয়ার কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। নির্বাচনী এলাকা দিরাই ও শাল্লার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১০টি। ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপ-নির্বাচনে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্তা আর সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু। গত ৫ ফেব্র“য়ারি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি