ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সুনীল গাভাস্কারের প্রেমে পাগল ছিলেন মাধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২৭ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:১৯, ২৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতে হাসির প্রেমে পড়েননি এমন সিনেপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। পর্দায় তাঁর উপস্থিতি হাজার হাজার পুরুষের বুকে ঝড় তোলে। কিন্তু সেই মাধুরী দীক্ষিতের মনে ঝড় তুলেছিল কে?

নিশ্চয় ভাবছেন মাধুরীর মনের গোপনতম জায়গাটি দখল করে নিয়েছিলেন তার স্বামী শ্রীরাম নেনে। ভুল ভাবছেন। স্বামী শ্রীরাম নন।

এক সময় মাধুরীর সঙ্গে নাম জড়িয়েছিল পর্দায় তার সফলতম নায়কদেরও। কিন্তু নায়িকার পছন্দের তালিকায় নেই আনিল কপূর বা সঞ্জয় দত্তও। মাধুরীর পছন্দ সিনে জগতের বাইরের এক মানুষ। তাঁকে দেশের অন্যতম সফল ক্রিকেটারও বলা যায়। এ বার অনুমান করুন তো কার কথা বলা হচ্ছে?

মাধুরীর পছন্দের মানুষটি আর কেউ নন, সুনীল গাভাস্কার। একবার এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন এ কথা। নিজের থেকে ১৮ বছরের বড় এই ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন, তখনই মুগ্ধ হতেন।

শুধু তাই নয়, সুনীল গাভাস্কারের জন্য যে তিনি পাগল ছিলেন সে কথাও নিজ মুখেই স্বীকার করেছিলেন। এমনকী সুনীলকে ‘সেক্সি’ তকমাও দিয়েছিলেন মাধুরী। সেই সাক্ষাৎকারেই মাধুরী জানিয়েছিলেন, সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তাঁর স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ব্যাটসম্যান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি