সুন্দরবনের ভদ্রা নদীতে কুমির অবমুক্ত
প্রকাশিত : ১৫:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৯
বাগেরহাটের সুন্দবনের ভদ্রা নদীতে ৪টি কুমির অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের পক্ষ থেকে এ কুমির হস্তান্তর করা হয়।
কুমির হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিববর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি।
এ সময় খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান, সুন্দরবনের নদ নদীতে কুমিরের সংখ্য বৃদ্ধি করে প্রতিবেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র থেকে ৪টি কুমির ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ৩টি নারী ও একটি পুরুষ কুমির রয়েছে। পর্যায়ক্রমে আরও কুমির সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবমুক্ত করা হবে।
একে//
আরও পড়ুন