ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭:০৬, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২১, ২৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নৌ মন্ত্রণালয়। সচিবালয়ে, নদীর নাব্য ও স্বাভাবিক গতি প্রবাহ সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠকের পর নৌমন্ত্রী শাজাহান খান এই সিদ্ধান্তের কথা জানান। তবে, ১২ ফুটের কম গভীরতার জাহাজ মংলা-ঘষিয়াখালি চ্যানেল দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়। ২০১৪ সালের ৯ ডিসেম্বর, ৩ লাখ ৫৭ হাজার লিটার ফার্নেস ওয়েল নিয়ে একটি ট্যাঙ্কার ডুবে যায় শ্যালা নদীতে। সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় সেসময় ওই নদী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে নিষেধাজ্ঞা শিথিল করলে, বড় মাপের জাহাজ চলতে থাকে শ্যালা নদী দিয়ে। গেল শনিবার, চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায়, আবারো একটি কয়লাবাহী জাহাজ ডুবে যায়। পরিবেশগত হুমকির বিষয় বিবেচনা করে এবার স্থায়ীভাবে, রুটটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে, ১২ ফুটের কম গভীরতার জাহাজগুলো বিকল্প রুট, মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করবে বলেও জানানো হয়। এদিকে, সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের ব্যাপারে জানানো হয়, এই মাসের পর আর কোন কাঁচা চামড়া রাজধানীর হাজারীবাগে প্রবেশ করতে দেবে না সরকার। আর, ঢাকার চারপাশের নদী গুলো রক্ষায়, এক মাসের মধ্যে কাজ শুরু করবে টাক্সফোর্স।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি