ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে নৌযান চলাচল

প্রকাশিত : ১২:৪৩, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৪৩, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নৌ দুর্ঘটনার কারনে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এর ফলে এখন থেকে শ্যালা নদীর পরিবর্তে মংলা-ঘষিয়াখালী নৌ পথটি ব্যবহৃত হবে।  ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ওয়েল ট্যাঙ্কার ডুবির পরও একবার এই নৌপথটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। সকালে বিআইডাব্লিউটিএ-এর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফ হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিকে,  সুন্দরবনের শ্যালা নদীতে কার্গো জাহাজডুবির ঘটনায় মালিকসহ ৬ জনকে আসামি করে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বনবিভাগ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি