ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সুন্দরবনের ২৫ জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:২০, ২৯ এপ্রিল ২০১৭

সুন্দরবনে শরনখোলা এলাকার আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনীর প্রধানসহ ২৫ জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে।

শনিবার সকাল ১১টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ৩১টি অস্ত্র ও ১২শ’ রাউন্ড গুলি জমা দিয়ে দস্যুরা আত্মসমর্পণ করে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিপথগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসলে, সবধরণের সহযোগিতা করা হবে। এ’সময় র‌্যাবের মহাপরিচলক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন। এই জলদস্যুরা উপকূলীয় এলাকায় জেলেদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, মাছসহ ট্রলার ছিনতাই এবং জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতো।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি