ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনে আগুন; নেয়া হয়না কোন ব্যবস্থা

প্রকাশিত : ১৭:২৯, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২৯, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কিছু দিন পরপর আগুন লাগে সুন্দরবনে। তারপর গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু নেয়া হয়না কোন ব্যবস্থা। এরপরও আবার ঘটে আগুনের ঘটনা। বিশেষজ্ঞদের মতে আগুনের পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ার কারনেই ধারবাহিকভাবে আগুন লাগছে সুন্দরবনে। গেল ১৩ বছরে সুন্দরবনের বিভিন্ন্ এলাকায় আগুন লেগেছে ১২ বার। বন বিভাগের হিসেবে ওইসব আগুনে পুড়ে গেছে প্রায় ৭০ একর বনভূমি। তবে স্থানীয় বনসংলগ্ন বাসিন্দাদের হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত বনভূমির পরিমাণ কয়েক’শ একর। সর্বশেষ ২৭ মার্চ মংলার চাদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় গহীন অরণ্যে আগুন লাগে। ১৮ ঘন্টায় নিয়ন্ত্রনে আসার আগে সে আগুন ছাড়খাড় করে দেয় অন্তুত ১০ একর বনভূমি। কেন বার বার এই আগুন, প্রশ্ন স্থানীয়দের। বরাবরের মত এবারও মাঠে নামে তদন্ত কমিটি। কমিটির রিপোর্টে বলা হয়, আগুনের সূত্রপাত বনজীবীদের  সিগারেটের ফেলে দেয়া অংশ থেকে। তবে সুন্দরবনের বিশাল লোকালয়  পাহারা দেয়াও সম্ভব নয় বলেও মন্তব্য করেন বন কর্মকর্তা। সুন্দরবনে আগুনের ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে উড়িয়ে দিতে চাচ্ছেন না অনেকেই। সুন্দরবনের জীববৈচিত্র বাঁচাতে, আগুনের পুনরাবৃত্তি ঠেকাতে বনকর্তাদের আরো সতর্ক থাকার পরামর্শ স্থানীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি