ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরী বউকে ফিরে পেতে যুবকের কাতর আর্জি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২২

নন্দু ও তাঁর সুন্দরী স্ত্রী রীনা

নন্দু ও তাঁর সুন্দরী স্ত্রী রীনা

Ekushey Television Ltd.

বউ খুব সুন্দরী, কিন্তু স্বামীর সঙ্গে সংসার করতে চান না। স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন। তাই স্ত্রীকে ফিরে পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন এক যুবক! সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়।

জানা গেছে, হাতে লেখা একটা আবেদনপত্র নিয়েই পুলিশের কাছে হাজির হন নন্দু পাল নামের ওই যুবক। তাঁর আবেদন শুনে পুলিশও হতভম্ব। পুলিশকে নন্দু কাতর আর্জি জানান, ‘স্যর আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাপেরবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।’

এর পরের কথা শুনে আরও তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরা। নন্দু বলেন, “স্যর, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।”

নন্দু জানায়, গত বছরের ৩০ এপ্রিল পারিবারিকভাবেই বিয়ে হয় নন্দু ও রিনা পালের। নন্দুর দাবি, তার স্ত্রী ‘স্মার্ট, সুন্দরী এবং উচ্চশিক্ষিত।’ বিয়ের পর মাত্র তিন দিনই তাঁর সঙ্গে থেকেছেন। তারপর বাবারবাড়ি চলে যান রিনা। 

নন্দুর অভিযোগ, বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাপেরবাড়ি থেকে আনতে যান, তার সঙ্গে ফিরে আসতে অস্বীকার করেন তিনি। শুধু তাই নয়, নন্দুর শ্বশুরবাড়ির লোকেরা তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ তার।

স্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করেন নন্দু। কিন্তু তাঁকে দেখা করতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। 

আর এরপরই মূলত আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন নন্দু। সুন্দরী স্ত্রীকে ফিরে পেতে ছতরপুর পুলিশ সুপারের কাছে হাজির হন। নন্দু বলেন, “আমি দেখতে খারাপ ঠিকই, কিন্তু তা বলে আমাকে ছেড়ে চলে যাবে?” সূত্র- আনন্দবাজার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি