ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে চীনে নিহত ২, আহত ৯২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে অন্তত দু’জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৯২ জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানিয়েছে। জনপ্রিয় অবকাশ কেন্দ্র হাইনানে ইয়াগি শুক্রবার আঘাত হেনেছে।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হানার কারণে অন্তত দুজন প্রাণ হারিয়েছে। এছাড়া ৯২ জন আহত হয়েছে।’

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলেছে, ঘন্টায় ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাওয়া ইয়াগি’র কারণে গাছপালা উপড়ে গেছে। প্রায় চার লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

দ্বীপটির হাইকোর প্রধান বিমানবন্দর শনিবার ৩টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রথম দিকে ইয়াগি’র আঘাতে ফিলিপাইনে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনে আঘাত হানার পর এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ইয়াগি ইউনেস্কো ঘোষিত ভিয়েতনামের ঐতিহ্যবাহী বিখ্যাত স্থান হ্যালং বে’র আশেপাশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি