ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সুপার টুয়েলভ: শুরুতেই মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২১ অক্টোবর ২০২২

অ্যারন ফিঞ্চ ও কেন উইলিয়ামসন

অ্যারন ফিঞ্চ ও কেন উইলিয়ামসন

টি-টোয়েন্টি বিশ্বকপের সুপার টুয়েলভের লড়াই শুরু হচ্ছে কাল। দিনের প্রথম ম্যাচে স্বাগাতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। 

আর পার্থে দিনের অপর ম্যাচে বিকেল ৫টায় ইংলিশদের মুখোমুখি হচ্ছে এশিয়ান চমক আফগানিস্তান।

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসের প্রথমবারের মত শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ হিসেবে ছিলো পাশের দেশ নিউজিল্যান্ড।

এবার প্রথমবারের মত আয়োজক হয়ে নিজের ডেরায় শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড।

ঘরের মাঠে বারাবরই শক্তিশালী অজিরা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির আছে ধারাবাহিক জয়ের অভ্যাস। পরিসংখ্যানেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১৫ ম্যাচের ১০টিতেই জয় তাদের। তাইতো শিরোপা ধরে রাখার মিশনে জয়েই চোখ রাখছে স্বাগতিকরা।

এদিকে বিশ্বকাপের তিনটি আসরে ফাইনাল খেললেও একবারও শিরোপার স্বাদ পায়নি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছেই শিরোপা হারিয়েছে দুইবার। তাই গেল বছর যেখানে শেষ হয়েছিলো, সেখান থেকেই শুরু করতে চায় কিউয়িরা।

অন্যদিকে, দিনের অপর ম্যাচে বিকেল ৫টায় ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে নামবে আফগানিস্তান। শক্তির বিচারে অনেকটাই এগিয়ে ইংলিশরা। তবে রশিদ-মুজিবদের ঘূর্ণিতে জয়ের ছঁক কষছেন আফগান কোচ ল্যান্স ক্লুজনার। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি