ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সুপ্রিয়া দেবী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ২৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩০, ২৬ জানুয়ারি ২০১৮

বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই। হৃদ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তার। বাংলা স্বর্ণযুগের এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, ১৯৩৫ সালের ৮ জানুয়ারি জন্ম হয় সুপ্রিয়া দেবীর। মাত্র ৭ বছর বয়স থেকেই একটু একটু করে অভিনয় জগতে আসতে শুরু করেন তিনি। দীর্ঘ ৫০ বছর ধরে বাংলা সিনেমা জগতে তাঁর অবদান অনস্বীকার্য।
ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’-র নীতা হোক কিংবা ‘দেবদাস’–এর চন্দ্রমুখী, কিংবা ‘দুই পুরুষ’-এর বিমলা কিংবা ‘বন পলাশীর পদাবলী’র পদ্মা, প্রত্যেকটি সিনেমায় তাঁর উপস্থিতি উজ্জ্বল হয়ে রয়েছে বাঙালি দর্শকের কাছে। উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, বাংলার খ্যাতিমান অভিনেতাদের সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষ অভিনয়, অনবদ্য কৌশল এবং তাঁর মুন্সিয়ানার জন্য ফিল্মফেয়ার, পদ্মশ্রী, বঙ্গ বিভূষণ সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি