ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সুভাষিণী দেবীকে নিয়ে বায়োপিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৯ মার্চ ২০১৮

মাত্র ২৩ বছর বয়সে স্বামীকে হারান সুভাষিণী দেবী। চার সন্তানকে নিয়ে শুরু হয় নতুন লড়াই। জীবন সংগ্রামে টিকে থাকতে শুরু করেন পরিচারিকার কাজ। সবজি বিক্রি থেকে শুরু করে অন্যান্য আরও বহু কাজ করেছেন তিনি। তবুও থেমে যাননি এই নারী। আর এই সংগ্রামই যেন তাঁকে অনেক কিছু শিখিয়েছে। শুধু নিজে লড়াই করেছেন তা নয়, অন্যের জীবনের লড়াইয়ের পথ যাতে মসৃণ হয় তার জন্য তিনি দাতব্য চিকিৎসালয়ও গড়়ে তোলেন। আর তাঁর এই জীবনাদর্শন, তাঁর এই লড়াই যেন হাজার হাজার সুভাষিণীকে এগিয়ে চলার পথ দেখায়, সেই চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। ২০১৮ সালেই সুভাষিণী দেবী পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন।

এমন একজন ব্যক্তিত্বকে নিয়েই এবার নতুন চমক দেখাতে হাজির হচ্ছেন দেব। প্রযোজক হিসেবে সমাজকর্মী পদ্মশ্রী সুভাষিণী মিস্ত্রির বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ করলেন তিনি।

এই বায়োপিক নিয়ে দেব জানান, ’অনিকেতদা (পরিচালক) এই বায়োপিক নিয়ে বলা মাত্রই আমি হ্যাঁ করে দিয়েছি। আমি চাই প্রযোজক হিসেবে মানুষ আমার সিনেমা এবার মনে রাখুক, এই বিষয়টি নিয়ে আমি খুবই এক্সাইটেড৷’

কবীর সিনেমার প্রথম মিউজিক লঞ্চের অনুষ্ঠানেই এই বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক স্বয়ং এবং রুক্মিনীও। এদিকে সিনেমার কাস্টিং নিয়ে চিন্তাভাবনা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে বড়দিনেই দেব প্রযোজিত এই বায়োপিক মুক্তি পাবে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি