ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

সুযোগ এসেছে গত ৫০ বছরে যেটি হয়নি সেটি করার: ভিপি নূর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৩, ৩১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক ভিন্ন মত থাকার কারণে কোন মানুষ হামলা, মামলার শিকার হবে না। ধর্মীয় কিংবা গোষ্ঠীগত ভিন্নতা থাকার ফলে কোন মানুষ নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের শিকার হবে না। এটি নিশ্চিত করা গেলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব। 

বৃহস্পতিবার দুপুরে গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, ছাত্র এবং সাধারণ মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে হাতিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। কোন রাজনৈতিক দলের নেতারা এখন উৎপাত ও খবরদারি করবে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের জায়গা জমি দখল করবে, হামলা করবে, প্রশাসন তাদের কাছে অসহায় হয়ে পড়বে এই বাংলাদেশ দেখতে চাইনা। 

তিনি আরো বলেন, রাষ্ট্র কোন ধর্মের প্রতি পক্ষপাত করতে পারেনা। রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদ ও রাজনৈতিক দল। তাই এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার থাকবে। কেউ নিজেদের দুর্বল ভাববেন না। স্রোতের বিপরীতে আপোষহীন থেকে দেশের পট পরিবর্তনের চেষ্টা করেছি। 

সরকার পতনের পর যারা চাঁদাবাজি হামলা মামলা দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। যারা নব্য আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে তাদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। 

সাবেক ডাকসু ভিপি বলেন, আগামীর নির্বাচনে রাজনৈতিক যে জমিদারি প্রথা তা ভেঙে দিয়ে ব্যক্তি দেখে ভোট দিতে হবে। পুরনো রাজনৈতিক ব্যবস্থায় যদি নির্বাচন হয় পুরনো রাজনৈতিক দলগুলোই যদি ক্ষমতায় যায় তাহলে একই চিত্র দেখতে পাবেন। 

জনগণের কাছে সুযোগ এসেছে গত ৫০ বছরে যেটি হয়নি সেটি করে দেখাতে হবে মন্তব্য করেন নুরুল হক নূর।

গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি