ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

সুরকার সেলিম আশরাফের পাশে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২৮ জুলাই ২০১৯

খ্যাতিমান সুরকার সেলিম আশরাফ অনেক দিন থেকেই অসুস্থ। গত ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু রক্ত ও কিডনি সমস্যার জটিলতা থাকা সত্ত্বেও ৩ লাখ ৩৮ হাজার টাকা বিল মিটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরতে হয় তাকে।

আসলে ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করার মতো সামর্থ্য ছিলো না তার। কিন্তু খুশির খবর হলো অবশেষ এই গুণী মানুষটির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেলিম আশরাফের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এই সুরকারকে ডেকে প্রধানমন্ত্রী নিজে হাতে তার হাতে চেক তুলে দেন।

প্রসঙ্গত, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, তোরা দে না, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না’- দেশাত্মবোধক এই গানসহ বেশকিছু জনপ্রিয় গানের সুর করেছেন গুণী সুরকার সেলিম আশরাফ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি