ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সুশান্তের আত্মহত্যার গল্প আগে থেকেই সাজানো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১১ জুলাই ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২৬ দিন কেটেছে কিন্তু এখন পর্যন্ত তদন্ত এগোয়নি। এসএসআর কবে বিচার পাবেন! নেটিজেনদের একাংশ এই প্রশ্নেই এবার ফের সরব হয়ে উঠলেন।

নেট জনতার একাংশের দাবি, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। আগে থেকেই তাঁর আত্মহত্যার গল্প সাজানো ছিল। একজন মেধাবী অভিনেতা কীভাবে আত্মহত্যা করতে পারেন? নেট জনতা তা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেন। শুধু তাই নয়, প্রয়াত অভিনেতার অনুগামীরা এবার মহারাস্ট্র সরকারের কাছে বিচারের দাবিতে সরব হচ্ছেন। পাশাপাশি সুশান্তের মৃত্যুতে মহারাস্ট্র সরকার যাতে সিবিআই তদন্তের অনুমতি দেয়, সে বিষয়ে ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে বেশ কয়েকটি হ্যাশট্যাগ। যার মধ্যে অন্যতম #MahaGovtCBIForSSR। 

সবকিছু জেনেবুঝেও মুম্বাই পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অনেকে অভিযোগ করেন। বলিউডে অন্য সেলেবরা কেন সুশান্তের মৃত্যু নিয়ে চুপ করে রয়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে। বি টাউনে কোথায় কী হচ্ছে, তা সেলেবদের মধ্যে অনেকেই জানেন। সেই কারণে সবকিছু জেনেবুঝেও তাঁরা মুখে কুলুপ এঁটে রয়েছেন বলে আক্রমণ করতে শুরু করেন নেট নাগরিকদের একাংশ। 
 
উল্লেখ্য, এর আগে গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এখনও মুম্বাই পুলিশের তদন্তাধীনই রয়েছে। এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ। এরই মাঝে শোনা যাচ্ছে যে, শ্যালকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সুশান্তের জামাইবাবু ওমপ্রকাশ সিং মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি