ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

‘সুয়ারেজ কামড়ালে আমিও কামড়াব’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ১১ জুন ২০১৮ | আপডেট: ১২:১২, ১২ জুন ২০১৮

আর মাত্র ৩ দিন বাকি। তারপরই শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই খেলাকে কেন্দ্র করে খেলোয়ারও নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন। তৈরি হচ্ছেন কে, কাকে ও কিভাবে সামলাবেন। এরইমধ্যে লুইস সুয়ারেজকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন রাশিয়ার ডিফেন্ডার ইলয়া কুতেপভ। তিনি জানিয়েছেন, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত এবং কামড়ের বদলে কামড় দিবো।  

বিশ্বকাপে গ্রুপ `এ`-তে রয়েছে আয়োজক রাশিয়া ও উরুগুয়ে। বাকি দুই দল সৌদি আরব ও মিশর। গ্রুপের শেষ ম্যাচে লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে রাশিয়া ও উরুগুয়ে। তা কুতেপভকে খুব সাধারণ একটা প্রশ্ন করা হয়েছিল। উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেজকে সামলাতে তিনি তৈরি কিনা?

এ প্রশ্নের উত্তরে তিন জানান, কেন ভয় পেতে যাব ওকে। সুয়ারেজকে আটকানোই তো আমার কাজ। আর অন্য আর একটা কারণ রয়েছে। অনেকে ভাবছেন, আমার সঙ্গে না পারলে ও হয়তো আবার কামড়ে দিতে পারে। তাহলে এটাই বলব, পাল্টার জন্য তৈরি থাকুক সুয়ারেজ। আমিও ওকে কামড়ে দেব।

উল্লেখ্য, ব্রাজিল বিশ্বকাপে ইতালির বিরুদ্ধে ম্যাচ ছিল উরুগুয়ের। ডিফেন্ডার কিয়েলিনির ঘাড়ে কামড় বসিয়েছিলেন সুয়ারেজ। যা নিয়ে হইচই পড়ে যায় গোটা বিশ্বে। পরে চার ম্যাচ নির্বাসিত হন সুয়ারেজ। এরপর অবশ্য ক্ষমা চেয়ে নেন। এমন ঘটনা সেবারই প্রথম হয়েছিল তা নয়। প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে, কাঁধে সুয়ারেজের এই কামড়ে দেওয়ার ঘটনা আগেও হয়েছে। আয়াখসে যখন খেলতেন তখন করেছেন। লিভারপুলে আসার পর চেলসির সাইডব্যাক ইভানোভিচকেও কামড়েছেন। তারপর বিশ্বকাপ। এবার হলে কী হবে? তবে এবার রাশিয়ার ডিফেন্ডার কুতেপভ তৈরি।

এমএইচ/এসি  

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি