ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারের সব খবর

সূচকের সামান্য উন্নতি; লেনদেনে মিশ্র প্রবণতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২২ মার্চ ২০১৮

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেনে ছিল মিশ্র প্রবণতা। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে লেনদেন হওয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৪টির, আর ৪৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৫৮০ পয়েন্টে।

দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৮৮ কোটি ২১ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৬ কোটি টাকা বেশি।

সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। যা আগের কার্যদিবসের প্রায় অর্ধেক।   

বার্ষিক সাধারণ সভা বা এজিএমের খবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে ২৫ মার্চ রোববার। একইসঙ্গে বিশেষ সাধারণ সভা বা ইজিএমও করবে কোম্পানিটি।

শেয়ার বিক্রির ঘোষণা

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৫ জন উদ্যোক্তা-পরিচালক মোট ৫৩ লাখ ৫৯ হাজার ৬১২টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে এসব শেয়ার বিক্রি হবে।

প্রাইম ফাইন্যান্স ও ফ্যাস ফাইন্যান্স

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

স্পট মার্কেটের খবর

২৫ মার্চ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। 

//এস এইচ এস//

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি