ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৬:৪০, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪০, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

dseসূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৬টি, কমেছে ৯০টির, আর ৪৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৩৫ কোটি ৬ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৭৯টির, আর ৪৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ২০ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি