ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৬ এপ্রিল ২০১৭

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯৬টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৭২৪ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫৩ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৯২ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৪০টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি