ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

কোরআন কণিকা-১

সূরা ফাতিহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৩০ ডিসেম্বর ২০১৭

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক

হে আল্লাহ তোমারই জন্যে।

তুমি দয়াময়! মেহেরবান! প্রতিদান দিবসের মালিক!

আমরা শুধু তোমারই ইবাদত করি-শুধু তোমারই সহায্য চাই।

প্রভু হে! বিভ্রান্ত ও অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে

তুমি আমাদের রক্ষা কর। প্রভু হে!

তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে

আমাদের পরিচালিত কর। আমিন!

-সূরা ফাতেহা

১) আল্লাহ ছাড়া কোনো উপাস্য (হুকুমদাতা) নেই,

তিনি শাশ্বত ও চিরঞ্জীব। -আলে ইমরান: ২

সূত্র: কোয়ান্টাম কণিকা

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি