সূর্যকুমারের সেঞ্চুরিতে চার ম্যাচ পর মুম্বাইর জয়
প্রকাশিত : ১০:২০, ৭ মে ২০২৪
আইপিএলে সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে চার ম্যাচ পর জয়ের মুখ দেখলো মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েও টেবিলের তলানিতেই থাকছে হার্দিক পান্ডিয়ার দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের পুঁজি গড়ে হায়দরাবাদ। প্রথম উইকেট জুটিতেই করেছিল ৫৬ রান। তবে হার্দিক-চাওলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বানের গতি বাড়াতে পারেনি দলটি।
দলের সর্বোচ্চ ৪৮ রান এসেছে ওপেনার ট্রাভিস হেডের ব্যাট থেকে। তিনটি করে উইকেট নেন হার্দিক ও পিয়ূস চাওলা।
জবাবে নেমে ৩১ রান করতেই তিন উইকেট হারায় মুম্বাই। খাদের কিনারা থেকে তিলক বার্মাকে নিয়ে দলের হাল ধরেন সূর্যকুমার। এরপর আর কোনো উইকেট হারায়নি।
৫১ বলে ১০২ রানের বিধ্বংসি ইনিংস খেলে মুম্বাইকে দারুণ জয় এনে দেন যাদব। তিলক যোগ্য সঙ্গ দিয়ে ৩২ বলে ৩৭ রান করেন।
তাদের অবিছিন্ন জুটিতে যোগ হয় ১৪৩ রান, যা আইপিএলের ইতিহাসে চতুর্থ বা তার নিচের জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ।
এই জয়ে ১২ ম্যাচে ৪ জয় নিয়ে রানরেটে গুজরাট টাইটান্সকে পেছনে ফেলে নয় নম্বরে উঠেছে মুম্বাই। ফলে প্লে-অফের আশা গাণিতিক মারপ্যাঁচে টিমটিম করে জ্বলছে হার্দিক পান্ডিয়ার দল।
এএইচ