সেই জাহালম চাকরি ফিরে পেলেন
প্রকাশিত : ১৩:২৩, ২৬ এপ্রিল ২০১৯
বিনা দোষে তিন বছর কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পাওয়া পাটকল শ্রমিক জাহালম অবশেষে তার চাকরি ফিরে পেয়েছেন। নরসিংদীর পলাশের ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলে তাঁতি হিসেবে গত মঙ্গলবার তিনি আবার কাজ শুরু করেন।
সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারিতে দুদকের দায়ের করা ৩৩ মামলায় সালেকের পরিবর্তে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাহালমকে আটক করা হয়। দীর্ঘ তিন বছর ভুল আসামি হিসেবে জেলে থাকার পর এ বছরের ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। এরপর তিনি চাকরি ফিরে পেতে কাগজপত্র নিয়ে বিজেএমসির চেয়ারম্যান বরাবর আবেদন জানান। কাগজপত্র পর্যালোচনা করে তাকে স্বপদে যোগদানের নির্দেশ দেন চেয়ারম্যান। এই নির্দেশনা মোতাবেক চলতি মাসের ১৬ তারিখে তিনি ঘোড়াশালে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুট মিল কর্তৃপক্ষের কাছে তার কাগজপত্র পেশ করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক জাহালম কাজে যোগদান করেন।
চাকরি ফিরে পেয়ে জাহালম জানান, তিনটি বছর বিনা দোষে কারাভোগ করে তার শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে। মানসিক অবস্থাও ভালো নেই। আগের মতো এখন আর কাজে মন বসে না। কেমন যেন ঘোর অন্ধকার লাগে। তিন বছরে আমার সংসার তছনছ হয়ে গেছে। একেবারে পথের ফকির হয়ে গেছি আমি।
জাহালম আরো জানান, আমি জেলে যাওয়ার পর সংসার চালাতে স্ত্রী স্থানীয় প্রাণ কোম্পানিতে চাকরি নেয়। এতে যে বেতন পায় তা থেকে সংসার চালিয়ে এবং আমার মামলার খরচ চালাতে গিয়ে সে সর্বস্বান্ত হয়ে পড়ে। বর্তমানে আমার সহায় সম্বল বলতে কিছুই নেই। জীবন থেকে চলে যাওয়া তিনটি বছরের ক্ষতিপূরণ দাবি করছি আমি।
এসএ/
আরও পড়ুন