ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সেঞ্চুরিয়ান কোহলিকে ফেরালেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১০ ডিসেম্বর ২০২২

পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিল বাংলাদেশ। লোকেশ রাহুলের পর এবার ফিরলেন সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। সাকিব আল হাসানের শিকার ভারতের এই তারকা ব্যাটসম্যান।  

সাকিবকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে লফটেড শট খেলতে যান কোহলি। কিন্তু এবার টাইমিং হয়নি ঠিকঠাক। লং-অফ থেকে বাঁদিকে কিছুটা দৌড়ে দারুণ ক্যাচ মুঠোয় জমান মেহেদী হাসান মিরাজ।

২ ছক্কা ও ১১ চারে ৯১ বলে ১১৩ রান করে ফেরেন কোহলি। ১ রানে মিরাজের বলেই তার সহজ ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস।

৪২ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ৩৪৬। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান আকসার প্যাটেল।

এর আগে শ্রেয়াস আইয়ারের পর লোকেশ রাহুলকেও ফেরান ইবাদত হোসেন। এই পেসারের দুর্দান্ত ইয়র্কার উড়ে গেল ভারতীয় ব্যাটসম্যানের স্টাম্প।

১ চারে ১০ বলে ৮ রান করে ফিরলেন এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া কিপার-ব্যাটসম্যান রাহুল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি