সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে সমন্বয়কদের যে আলোচনা হলো
প্রকাশিত : ১৯:১৮, ২১ নভেম্বর ২০২৪
সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে পাশাপাশি বসেন তারা। এ সময় তাদের মধ্যে কথা বলতে দেখা গেছে। এছাড়া জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোরনের সমন্বয়করাও এগিয়ে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া।
সেনাকুঞ্জে খালেদা জিয়া পৌঁছালে সবাই তাকে সেখানে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোরনের সমন্বয়করাও তার পাশে এসে দাঁড়ায় তাকে শারীরিক খোঁজ খবর নেন।
এ সময় খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পরামর্শ দেন।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেস সহকারী ও দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।
এদিকে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।
প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হচ্ছে।
এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি।
এসএস//
আরও পড়ুন