ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতি নিতে বললেন কিম জং উন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১৪ মার্চ ২০২৪

সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি ‘নতুন যুদ্ধ ট্যাংক’ উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার সময় এই ট্যাংক উদ্বোধন করা হলো। খবর আল-জাজিরার

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি কালো রঙের চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাংক মহড়ায় ইউনিফর্মধারী সেনাদের স্যালুট গ্রহণ করছেন এবং লাইভ-ফায়ার ‘ট্রেনিং ম্যাচ’ মহড়া দেখছেন। এ সময় কিমের সঙ্গে ছিলেন শীর্ষ জেনারেলরা।

কেসিএনএ জানিয়েছে, ট্যাংক সম্পর্কে ক্রুদের বর্ণনার পর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাংকে উঠে নিজেই চালিয়ে দেখেন। নতুন ট্যাংকটির সক্ষমতার বিষয়ে কিম সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। 

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে সিউল-ওয়াশিংটন যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে। এমনকি একে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে। অতীতে এ ধরনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে পিয়ংইয়ং।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি