ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সেনেগালে নৌকা ডুবে ১৫ অভিবাসীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৬ জুলাই ২০২৩

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী ডাকার উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল। 

আল জাজিরা বলছে, ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারীসহ শিশুও রয়েছে বলে জানা গেছে।

মৃতদেহগুলো নৌবাহিনী খুঁজে পায় দেশটির নৌবাহিনীর সদস্যরা। তারা বলছেন, সেনেগালে সমুদ্রে অভিবাসীদের মৃত্যু খুবই সাধারণ বিষয় হয়ে উঠছে। নিহতদের পরিচয় জানতে কাজ করছে দেশটির কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি