ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সেপ্টেম্বরে পণ্য রপ্তানি ৩৮ শতাংশ বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৪ অক্টোবর ২০২১

সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি বেড়েছে রেকর্ড ৩৮ শতাংশ। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে রপ্তানি বেশি হয়েছে প্রায় ৪০ শতাংশ। এ সময়ে মোট ৪১৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে।

দেশের রপ্তানির ইতিহাসে কোনও একক মাসে এত বেশি পরিমাণে রপ্তানি এর আগে কখনো হয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

মাসিক এই হাল নাগাদ প্রতিবেদন সংস্থার ওয়েবসাইটে সোমবার দুপুরে প্রকাশ করা হয়।

সেপ্টেম্বরে বড় অংকের আয়ের ফলে চলতি অর্থবছরের গেল তিন মাস জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সার্বিক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১১ শতাংশ।

এ সময়ে লক্ষ্যমা্ত্রা ছাড়িয়ে রপ্তানি বেশি হয়েছে ৬ শতাংশের মত। রপ্তানি হয়েছে মোট এক হাজার ১০২ কোটি ডলারের পণ্য।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি