ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেভিয়াকে উড়িয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সেলোনা। এ নিয়ে টানা পঞ্চম জয় পেল জাভি হার্নান্দেসের দল। 

এই জয়ে লিগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল কাতালান ক্লাবটি। 

রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথমার্ধে ভালো করলেও গোলের দেখা পায়নি। আর দ্বিতীয়ার্ধেই পেল সেই কাঙ্ক্ষিত গোলের দেখা। জর্দি আলবা দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান মিডফিল্ডার পাজ গাভি। তৃতীয় গোলটি করেন রাফিনিয়া দিয়াস। 

৫৮তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে বদলি নামা বুসকেতসের পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান জর্দি আলবা।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। রাফিনিয়ার বাড়ানো বল ধরে দূরের পোস্টে দিয়ে সহজতম সুযোগ কাজে লাগান তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার।

আর ৭৯তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন রাফিনিয়া। দ্রুত গতিতে এগিয়ে গিয়ে উঁচু করে বাড়ানো বল ধরেই ক্রস করেন আলবা। গোল মুখে পা ছুঁয়ে বাকিটা সারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

২০ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। অন্যদিকে, টানা দুই জয়ের পর হারের তেতো স্বাদ পেল সেভিয়া। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নিয়ে তারা আছে ১৬ নম্বরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি