ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সেমিফাইনালের লড়াইয়ে সুইডেন-ইংল্যান্ড মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ২১:১১, ৭ জুলাই ২০১৮

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও সুইডেন। আজ শনিবার রাত ৮টায় শুরু হয়েছে এ ম্যাচ। এই ম্যাচের জয়ী দল শেষ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ও রাশিয়ার মধ্যকার জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে।

ইংল্যান্ড একাদশ
পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, মাগুইরি, ত্রিপিয়ার, লিনগার্ড, হেন্ডারসন, আলী, ইয়াং, স্টার্লিং, কেন।

সুইডেন একাদশ
ওলসেন, লিন্ডলফ, গ্রানকভিস্ট, ক্রাফট, অগাস্টিনসন, ক্লায়েসন, লারসন, একদাল, ফর্সবার্গ, টইভোনেন, বার্গ।

পরিসংখ্যানে ইংল্যান্ড-সুইডেন
ইংল্যান্ড ও সুইডেন এর আগে ২৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৮টি, সুইডেন ৭টি, বাকি ৯ ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে দুই দলের দুবারের দেখায় দুটিই ড্র হয়েছে। ২০০২ সালে ১-১ গোলে, ২০০৬ সালে ২-২ গোলে’ দুটিই গ্রুপপর্বে। অর্থাৎ নকআউট পর্বে এটিই তাদের প্রথম সাক্ষাৎ।

সুইডেন এর আগে চারবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে তিনবার সেমিফাইনালে উঠেছে (১৯৩৮, ১৯৫৮, ১৯৯৪), শুধু ১৯৩৪ সালের টুর্নামেন্টে তারা জার্মানির কাছে হেরেছিল।

২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৯০ সালের পর ‘থ্রি লায়নস’রা কখনো সেমিফাইনালে উঠতে পারেনি।

ইংল্যান্ড এর আগে আটবার কোয়ার্টার ফাইনাল খেলে মাত্র দুবার সেমিফাইনালে উঠতে পেরেছে, ১৯৬৬ সালে যেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ও ১৯৯০ সালে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি