ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সেমিফাইনালে স্বাগতিক ভুটানের মুখোমুখি বাংলাদেশ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১৬ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:৩১, ১৬ আগস্ট ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা৷   

বাংলাদেশ ও ভুটানের মেয়েরা এর আগে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে সবমিলিয়ে চারবার মুখোমুখি হয়েছে। সবক`টিতেই জয় পেয়েছে বাংলাদেশ৷ ২০১০ সালে কক্সবাজারে সাফ গেমসে প্রথমবার তাদের বাংলাদেশ হারিয়েছিল ৯-০ ব্যবধানে৷ এরপর ২০১২ সালে কলম্বোয় ১-০ গোলে জেতে বাংলার মেয়েরা৷ নেপালে ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ১৬-০ গোলের বিরাট ব্যবধানের জয়ের পর গত বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে জেতে ৩-০ গোলে৷

এবারও ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা এখনো অপরাজিত৷ শুরুটা পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের বিশাল জয় দিয়ে৷ এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন৷

অন্যদিকে, ভুটানও আগের চেয়ে ভালো দল৷ শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে তারা হারিয়েছে ৬-০ গোলে৷ এটি তাদের ইতিহাসের প্রথম জয়৷ পরের ম্যাচে অবশ্য ভারতের কাছে ১-০ গোলে হেরেছে তারা৷ কিন্তু খেলেছে দুর্দান্ত৷

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি