ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

সেরা র‌্যাংকিংয়ে নাহিদা, উন্নতি ফারজানা-নিগার ও শারমিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৩ ডিসেম্বর ২০২৪

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নারীদের ক্যাটাগরিতে উন্নতি হয়েছেন বাংলাদেশের নাহিদা আকতার, ফারজানা হক, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আকতারের।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারীদের ওয়ানডে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 এতে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ৬১১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে উঠেছেন নাহিদা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচে বল হাতে ৬ উইকেট নেন স্পিনার নাহিদা। দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পা দিয়েছেন তিনি।

বোলিং র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুন। ২৩ ধাপ এগিয়ে ৩১তমস্থানে উঠেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৭ উইকেট নিয়েছেন সুলতানা।  

এছাড়া আইরিশদের বিপক্ষে সিরিজে এক উইকেট নিয়েও উন্নতি করেছেন লেগ স্পিনার রাবেয়া খাতুন। ৬ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছেন তিনি।

আরও উন্নতি হয়েছে ফাহিমা খাতুন, মারুফা আকতারের। ৩টি করে উইকেট নিয়ে ফাহিমা ১০ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে এবং ২ উইকেট নিয়ে মারুফা ১৩ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠেছেন।

নারীদের ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারজানা। তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৬১, ৫০ ও ৬১। ১৭২ রান করে সিরিজ সেরা হয়ে ৬ ধাপ এগিয়ে ১৬তমস্থানে উঠেছেন এই ডান-হাতি ওপেনার।

ফারজানার মত ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন শারমিনও। প্রায় ১৬ মাস পর ওয়ানডেতে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ২১১ রান করেন তিনি। ৪৩তম স্থানে থেকেই র‌্যাংকিং তালিকায় ফিরেছেন শারমিন।

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচে ৮৬ রান করায় ১১ ধাপ উন্নতি হয়েছে নিগারের। ২৮তম স্থানে আছেন তিনি।

ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের ন্যাট চিভার-ব্রান্ট।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। এই বিভাগে বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নাহিদা। এক ধাপ এগিয়ে ৪৮তমস্থানে আছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি