সেহরিতে সরগরম থাকে বাস টার্মিনালের হোটেল-রেঁস্তোরা [ভিডিও]
প্রকাশিত : ১২:১৬, ২৯ মে ২০১৮ | আপডেট: ১৬:৫৪, ২৯ মে ২০১৮
স্বাভাবিক কারণেই বাস টার্মিনালের আশপাশের হোটেল-রেঁস্তোরাগুলো মধ্যরাতেও খোলা থাকে। তবে রমজানে সেহরির কারণে থাকে বাড়তি চাপ।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। দিনরাত মানুষের আনাগোনা। সেহরি ঘিরে রমজানের মধ্যরাতগুলোতেও এখানকার হোটেল-রেস্তোরায় বাড়তি ব্যস্ততা।
শুধু পরিবহন খাতের কর্মচারী বা যাত্রী নয়, বাস টার্মিনাল এলাকায় যারা থাকেন তারাও সেহরি খেতে আসেন এ সব হোটেল-রেস্তরায়।
তবে ছিন্নমূল অনেকে সেহেরি খেয়ে বা না খেয়েই রোজা রাখেন।
জীবিকার জন্য বাড়ি ছেড়ে হোটেল-রেস্তোরায় সেহরি খাওয়া এই মানুষের কাছে স্বাদ নয়, রোজা রাখার প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ।