ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সৈয়দপুর বিমানবন্ধরে উন্নয়ন কর্মযজ্ঞ (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৬, ১০ জুন ২০১৯

এবার আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। দেশের উত্তরাঞ্চল থেকে নেপাল ও ভূটানের সঙ্গে সরাসরি যোগাযোগে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাড়বে নানামুখী কার্যক্রম। উড়োজাহাজ পার্কিং ও নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজ চলছে। বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে অধিগ্রহণ করা হচ্ছে জমি।

বর্তমান সরকারের গত মেয়াদেই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে উড়োজাহাজ পার্কিং ও নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ।

বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য সরকারী খাস জমির পাশাপাশি, সৈয়দপুর এবং পার্বতীপুরের মোট ৮৫৩ একর জমি পড়বে প্রকল্পের আওতায়। এসব জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে যথাযথ ক্ষতিপূরণ চেয়েছেন জমির মালিকরা।

এসব জমি মালিকদের ক্ষতিপুরণ ও পুনর্বাসন নিশ্চিতের আশ্বাসও দিয়েছে জেলা প্রশাসন।

বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুটিসহ মোট ৮টি উড়োজাহাহ উঠানামা করে। এটিকে সম্প্রসারিত করে নেপাল ও ভূটানসহ আন্তর্জাতিক নেটওয়ার্কে অন্তর্ভূক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার।

আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে এগিয়ে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি, এটি এখন প্রত্যাশা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি