ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৯, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সব্যসাচী লেখক, কথাশিল্পী, কবি সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সৈয়দ হকের জন্মবার্ষিকী উপলক্ষে তার গুলশান-১’এর বাসভবন ‘মঞ্জুবাড়ি’তে বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আনন্দ-উৎসবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে সৈয়দ শামসুল হকের তিনটি নতুন বই। তার অনূদিত ইবসেন-নাটক পীরচানের পালা (চারুলিপি প্রকাশন), নির্বাচিত গল্পের সংকলন গল্পগাথা (চিত্রা প্রকাশনী) এবং সাহিত্য-কলামের সংকলন জলেশ্বরীর দিনপত্রী (অরিত্র প্রকাশনী)। এ আয়োজনে সভাপতিত্ব করবেন সৈয়দ হকের সর্বাধিক নাটকের নির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সৈয়দ শামসুল হক স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে এবং পরে সৈয়দ শামসুল হক রচিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ করবে। ২৯ ডিসেম্বর একাডেমির উদ্যোগে মঞ্চস্থ করবে নাটক ‘হেমলেট’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি