ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

সৈয়দ শামসুল হকের বিচরণ ছিলো শিল্পের সব আঙিনাতেই

প্রকাশিত : ১৩:১২, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৫, ৪ এপ্রিল ২০১৭

শিল্পের প্রায় সব আঙিনাতেই ছিলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিচরণ। বাংলা সাহিত্যকে যেমন তিনি নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় ঠিক তেমনি চিত্রনাট্য, পরিচালনা ও গীত রচনায় বাংলা চলচ্চিত্রকেও করেছে ঋদ্ধ। ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রের গান। এখনো গানটি মানুষের মুখে মুখে ফেরে। গানটির স্রষ্ঠা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, গল্প, নাটক, শিশু সাহিত্য, অনুবাদ। সাহিত্যের সব ক্ষেত্রেই ছিলো তার অবাধ বিচরণ। শিল্পের আরেকটি দিক চলচ্চিত্রও বাদ যায়নি। তিনি চলচ্চিত্রেরই মানুষ। প্রথম জীবনে ১৯৫১ সালে বাড়ি থেকে পালিয়ে মুম্বাইয়ে চলে যান। সেখানে তিনি এক বছরেরও বেশি সময় একটি প্রডাকশন হাউজে কাজ করেছেন। চলচ্চিত্র সাংবাদিকতাও করেছেন তিনি। পরে সরাসরি জড়িয়ে পড়েন চলচ্চিত্রের সঙ্গে। কালজয়ী বহু গান রচনা করে বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনায় তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। আর্শীবাদ চলচ্চিত্রে শামসুল হকের লেখা চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানটিও মানুষের মনে গেঁথে আছে। ‘এমন মজা হয় না, গায়ে সোনার গয়না’ গানটি শুনে হয়তো অনেকেই ফিরে যাবেন শৈশবে। লিখেছেন প্রেমের গান, বিরহের গান। ভক্ত-অনুসারীদের মায়ার বাধন ছিড়ে চলে গেলেও বাংলাদেশের শিল্পাঙ্গনে তিনি আছেন, থাকবেন। কারণ তিনি সব্যসাচী।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি