ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনাক্ষীর বেডরুমে সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সালমান খান এবং সোনাক্ষী সিনহার বন্ধুত্বটা বেশ পোক্ত। বিষয়টি জানেন বলিউডের সবাই। তবে এবার সোনাক্ষী বিষয়টি আরও বেশি স্পষ্ট করে দিলেন। নতুন খবর হচ্ছে- সোনাক্ষীর দুর্বলতার সুযোগে সালমান খান নাকি ঢুকে পড়েছেন তাঁর বেডরুমে। আর একাণ্ডটি ঘটেছে সোনাক্ষীর ইচ্ছাতেই।

এবার ঘটনা খুলেই বলা যাক। কিছুদিন হলো নিজের বেড়রুম সাজাতে শুরু করেছেন সোনাক্ষী সিনহা। আর সেখানে নিজের পরিবারের প্রিয় সদস্য এবং ভালো বন্ধুদের ছবি ঝুলিয়ে দিচ্ছেন দেয়ালে। যেখানে জায়গা করে নিলেন সালমান খান। ব্যক্তিগত জীবন ও মুহূর্তগুলিকে সাজিয়ে সোনাক্ষী ছবির যে কোলাজ তৈরি করেছেন, সেখানে সালমানের উপস্থিত দেখে ভক্তরা বুঝে নিয়েছেন যে, তাদের বন্ধুত্ব অনেক গভীর।

মজার ব্যপার হচ্ছে -সোনাক্ষীর এক্স বয়ফ্রেন্ড বান্টি সচদেবের কোনো ছবিই সেখানে জায়গা পায়নি।

সম্প্রতি বান্টি সচদেব-এর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সোনাক্ষীর। এমনকি, বান্টির দিদি সীমার সঙ্গেও সোনার যে ভালো সম্পর্ক ছিল বলে শোনা যায়, তাতেও ছেদ পড়েছে। আর তাই এবার ব্যক্তিগত সব মুহূর্ত থেকে বান্টিকে বাদ দিয়েছেন সোনাক্ষী।

সূত্র : জি নিউজ

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি