সোনামসজিদ স্থলবন্দরে কমেছে রাজস্ব আদায় (ভিডিও)
প্রকাশিত : ১০:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:২০, ৩ ফেব্রুয়ারি ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চলতি অর্থ-বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় কম হয়েছে ১৪৩ কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বন্দর দিয়ে কম করে পণ্য আমদানি করা যায়। এজন্য সোনামসজিদ এড়িয়ে চলছেন তারা। এজন্য রাজস্ব কমে গেছে।
এক সময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফল ও মসলাসহ বিপুল পণ্য আমদানি হতো। ভৌগোলিক কারণে এই বন্দরের সুবিধা নিতেন অনেকে।
ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বন্দর দিয়ে ফলসহ পচনশীল পণ্য ঘোষিত করের চেয়ে, দশ ভাগ কমে আমদানি করা যায়। এ কারণে সোনামসজিদ বন্দর ব্যবহার কমিয়ে দিয়েছেন তারা।
চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ২৩৫ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৯১ কোটি ৮২ লাখ টাকা। ঘাটতি প্রায় ১৪৩ কোটি টাকা। অন্য বন্দরের মতো সোনামসজিদেও পচনশীল পণ্যে ছাড় দেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব ঘাটতি কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
আরও পড়ুন