ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনালী গাউনে আবেদনময়ী কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১০ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৫২, ১০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় একটি শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে আবেদনময়ী রূপে সেজেছিলেন কারিনা কাপুর। সবার নজর ছিল তার ঔজ্জ্বলতার দিকে। মা  হওয়ার পর  তার শারীরিক গড়নেও এসেছে বেশ পরিবর্তন। সম্প্রতি  তিনি কালো ও সোনালি গাউনে সেজে হাজির হন ওই অনুষ্ঠানে।

কিছুদিন আগেই মা হয়েছেন এই তারকা। আর এ জন্য বেশ কিছুদিন ধরেই সিনেমার বাইরে। তবে সিনেমার বাইরে থাকলেও শোবিজ অঙ্গনের কিছু অনুষ্ঠানে দেখা গেছে তাকে।

আবারও অভিনয় করার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। ২০১৬ সালের জুনে বন্ধ হয়ে যাওয়া ‘ভেরি ডি ওয়েডিং’ ছবির কাজ আবার শুরু করেছেন।

অনুষ্ঠানে আগতরা ঘিরে ধরেন করিনাকে। তাঁর আগামী ছবি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ছেলে তৈমুরের বিষয়ে জানতে অনেক বেশি উত্সাহী ছিলেন অনেকে। কীভাবে নিজেকে মেনটেন করেন তাও জানতে চান অনেকেই। তবে হাসিমুখে উত্তর দিলেও  তৈমুরকে নিয়ে বিশেষ কিছু বলেননি। সূত্র : আনন্দবাজার

//আর//এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি