ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সোনিয়া গান্ধী নিখোঁজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:১৩, ১৭ আগস্ট ২০১৭

আর কেউ নয়, ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নিখোঁজ! অবিশ্বাস্য হলেও এমন পোস্টারই সাঁটানো হয়েছে সোনিয়ার নিজের সংসদীয় এলাকা উত্তর প্রদেশের রায়বেরেলিতে। রায়বেরেলির গোরা বাজার, মহানন্দপুর, গভর্নমেন্ট কলেজসহ বিভিন্ন জায়গায় এই পোস্টার সাঁটানো হয়েছে।

ওই পোস্টারে বলা হয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে নিখোঁজ। কোথাও তাঁর খোঁজ মিলছে না। কেউ তাঁকে খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।

রায়বেরেলির অনেকেই অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী চলতি বছরে একবারের জন্যও নিজের নির্বাচনী কেন্দ্রে পা রাখেননি। তাই হয়তো ক্ষুব্ধ জনতা এ কাজ করেছে।

যদিও এ ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পোস্টার সাঁটার পেছনে হাত রয়েছে বিজেপি ও আরএসএস নেতাকর্মীদের।

এর কিছুদিন আগেই কংগ্রেস সহসভাপতি ও সোনিয়াতনয় রাহুল গান্ধীর সংসদীয় এলাকা আমেথিতেও এমন একটি পোস্টার পড়ে ছিল। সেখানে বলা হয়েছিল, রাহুল গান্ধী নিখোঁজ।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি